Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Chairman's Message


একবিংশ শতকে তথ্য প্রযুক্তির উন্নয়ন দ্রুতগতিতে প্রসারিত হচ্ছে। সরকার পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতকরণ, কর্মের ক্ষেত্রকে স্বচ্ছতায় ঘিরে রাখার পরিবেশ সৃষ্টিতে এ সরকারের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাই বিশ্বের সাথে উন্নয়নের মহাসড়কে সমান গতিতে চলার জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। ইন্টারনেট সমগ্র পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। সরকার দেশের সকল কর্মকাণ্ডকে একই নেটওয়ার্ক এর আওতায় নিয়ে আসার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের সকল কার্যক্রমকে যখন তথ্য প্রযুক্তি নেটওয়ার্ক এর আওতায় নিয়ে আসা হবে তখন তথ্য আদান প্রদান এর প্রত্যেক ক্ষেত্র সকল নাগরিকের জন্য উম্মুক্ত হয়ে যাবে। উন্নয়ন এর দিকসমূহ তখন যেমন চিহ্নিত করা অতি সহজ হবে, তেমনি উন্নয়ন এর বাধা সমূহ ,উন্নয়ন পদক্ষেপ গ্রহনের ভুল ত্রূটি সমূহ অতি সহজে ও দ্রুততার সাথে চিহ্নিত করে মোকাবেলা করা যাবে । এই কাঙ্খিত উন্নয়ন কর্মযজ্ঞে টাঙ্গাইল জেলা পরিষদ সানন্দে অংশগ্রহণ করছে। টাঙ্গাইল জেলা পরিষদ এর নিজস্ব ওয়েবসাইট (zp.tangail.gov.bd) সেই লক্ষ্যে তৈরি করা হয়েছে। এই ওয়েবসাইট এর মাধ্যমে টাঙ্গাইল জেলা পরিষদ সম্পর্কে সমগ্র বাংলাদেশ যেমন জানতে পারবে তেমনি সারা বিশ্বের সকল মানুষ জানতে পারবে। এর ব্যাপক প্রচারের এবং সেবা প্রদানের মাধ্যমে টাঙ্গাইল জেলা পরিষদ দেশ মাতৃকার উন্নয়ন সাধনে সুদূর প্রসারি ভূমিকা রাখবে মর্মে আমার দৃঢ় বিশ্বাস। দেশ ও জাতির সার্বিক কল্যান ও উন্নয়ন আমাদের একান্ত কাম্য।


প্রশাসক

জেলা পরিষদ, টাঙ্গাইল