Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশাসকের বার্তা


বৈষম্যবিরোধী একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য আমাদের জাতীয় উন্নয়নের অন্যতম মূল ভিত্তি। এজন্য আমরা সকল মানুষকে সমান অধিকার, মর্যাদা ও সুযোগ প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।


জেলা পরিষদ, স্থানীয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে, এই বৈষম্যবিরোধী যাত্রায় বিশেষ ভূমিকা পালন করে আসছে। উন্নয়নের সুফল যাতে প্রতিটি মানুষ সমানভাবে উপভোগ করতে পারে, সেই লক্ষ্যে আমরা বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচি বাস্তবায়ন করছি।


আমাদের দায়িত্ব হলো:


# প্রান্তিক জনগোষ্ঠীর  জীবনমান উন্নয়নে উদ্যোগ গ্রহণ।

# শিক্ষা, স্বাস্থ্য এবং  অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সামাজিক বৈষম্য দূরীকরণ।

# নারী ও শিশুদের অধিকার সুরক্ষা এবং ক্ষমতায়ন।

# স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক বৈষম্য হ্রাস।


আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, একযোগে কাজ করলে আমরা বৈষম্যহীন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সক্ষম হব। আমাদের সকল কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা এবং তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।


আসুন, আমরা সবাই মিলে একটি উন্নত, সমতাপূর্ণ এবং মানবিক সমাজ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ হই।


শরীফা হক

প্রশাসক

জেলা পরিষদ, টাঙ্গাইল